কখনো সাজায় ধূপ কখনো বা মাল্য, গ্ল্যাক্সোধারায় মনে এনে দেয় বাল্য। সরিষার তেলে দেহ দেয় ক'ষে মাজিয়া। নিয়মের ত্রুটি হলে করে ঘোর কাজিয়া-- কোথা হতে নেমে আসে বকুনির ঝাঁক তার, তর্জনী তুলে বলে "ডেকে দেব ডাক্তার'। এইমত বসে আছি আরামে ও ব্যারামে যেন বোগ্দাদে কোন্ নবাবের হ্যারামে॥
মর্তবাসীদের তুমি যা দিয়েছ প্রভু, মর্তের সকল আশা মিটাইয়া তবু রিক্ত তাহা নাহি হয়। তার সর্বশেষ আপনি খুঁজিয়া ফিরে তোমারি উদ্দেশ। নদী ধায় নিত্যকাজে, সর্ব কর্ম সারি অন্তহীন ধারা তার চরণে তোমারি নিত্য জলাঞ্জলিরূপে ঝরে অনিবার। কুসুম আপন গন্ধে সমস্ত সংসার সম্পূর্ণ করিয়া তবু সম্পূর্ণ না হয়-- তোমারি পূজায় তার শেষ পরিচয়। সংসারে বঞ্চিত করি তব পূজা নহে। কবি আপনার গানে যত কথা কহে নানা জনে লহে তার নানা অর্থ টানি, তোমা-পানে ধায় তার শেষ অর্থখানি।