WHERE ROADS are made I lose my way. In the wide water, in the blue sky there is no line of a track. The pathway is hidden by the birds' wings, by the star-fires, by the flowers of the wayfaring seasons. And I ask my heart if its blood carries the wisdom of the unseen way.
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে-- বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রুজলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
কল্যাণীয়া শ্রীমতী রমা দেবী আজি তব জন্মদিনে এই কথা করাব স্মরণ -- জয় করে নিতে হয় আপনার জীবন মরণ আপন অক্লান্ত বলে দিনে দিনে; যা পেয়েছ দান তার মূল্য দিতে হবে, দিতে হবে তাহারে সম্মান নিত্য তব নির্মল নিষ্ঠায়। নহে ভোগ, নহে খেলা এ জীবন, নহে ইহা কালস্রোতে ভাসাইতে ভেলা খেয়ালের পাল তুলে। আপনারে দীপ করি জ্বালো, দুর্গম সংসারপথে অন্ধকারে দিতে হবে আলো, সত্যলক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বীণাতন্ত্রে বেসুরে আনিতে হবে সুর-- দুঃখেরে স্বীকার করি; অনিত্যের যত আবর্জনা পূজার প্রাঙ্গণ হতে নিরালস্যে করিবে মার্জনা প্রতিক্ষণে সাবধানে, এই মন্ত্র বাজুক নিয়ত চিন্তায় বচনে কর্মে তব -- উত্তিষ্ঠত নিবোধত।