সংসারেতে আর-যাহারা আমায় ভালোবাসে তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে। তোমার প্রেম যে সবার বাড়া তাই তোমারি নূতন ধারা, বাঁধ নাকো, লুকিয়ে থাক' ছেড়েই রাখ দাসে। আর-সকলে, ভুলি পাছে তাই রাখে না একা। দিনের পরে কাটে যে দিন, তোমারি নেই দেখা। তোমায় ডাকি নাই বা ডাকি, যা খুশি তাই নিয়ে থাকি; তোমার খুশি চেয়ে আছে আমার খুশির আশে।
তোমার কাছে চাই নে আমি অবসর। আমি গান শোনাব গানের পর। বাইরে হোথায় দ্বারের কাছে কাজের লোকে দাঁড়িয়ে আছে, আশা ছেড়ে যাক-না ফিরে আপন ঘর। আমি গান শোনাব গানের পর। জানি না এর কোন্টা ভালো কোন্টা নয়। জানি না কে কোন্টা রাখে কোন্টা লয়। চলবে হৃদয় তোমার পানে শুধু আপন চলার গানে, ঝরার সুখে ঝরবে সুরের এ নির্ঝর। আমি গান শোনাব গানের পর।