দুঃখ যে তোর নয় রে চিরন্তন। পার আছে এর-- এই সাগরের বিপুল ক্রন্দন। এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত-- চিরপ্রাণের আলয়-মাঝে বিপুল সান্ত্বন। মরণ যে তোর নয় রে চিরন্তন। দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন। এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝরে পড়ে যাবার বেলায় ভরবি থালায় মালা ও চন্দন।
আমি পথিক, পথ আমারি সাথি। দিন সে কাটায় গনি গনি বিশ্বলোকের চরণধ্বনি, তারার আলোয় গায় সে সারা রাতি। কত যুগের রথের রেখা বক্ষে তাহার আঁকে লেখা, কত কালের ক্লান্ত আশা ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি। বাহির হলেম কবে সে নাই মনে। যাত্রা আমার চলার পাকে এই পথেরই বাঁকে বাঁকে নূতন হল প্রতি ক্ষণে ক্ষণে। যত আশা পথের আশা, পথে যেতেই ভালোবাসা, পথে চলার নিত্যরসে দিনে দিনে জীবন ওঠে মাতি।
YOU ALWAYS stand alone beyond the stream of my songs. The waves of my tunes wash your feet but I know not how to reach them. This play of mine with you is a play from afar. It is the pain of separation that melts into melody through my flute. I wait for the time when your boat crosses over to my shore and you take my flute into your own hands.