মুক্ত করো, মুক্ত করো নিন্দা-প্রশংসার দুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভার যদি খসে যায় তবে মানুষের মাঝে সহজে ফিরিব আমি সংসারের কাজে-- তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ। তোমার চরণপ্রান্তে করি প্রণিপাত তব দন্ড পুরস্কার অন্তরে গোপনে লইব নীরবে তুলি-- নিঃশব্দ গমনে চলে যাব কর্মক্ষেত্র-মাঝখান দিয়া বহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া, সঁপিয়া অব্যর্থ গতি সহস্র চেষ্টায় এক নিত্য ভক্তিবলে, নদী যথা ধায় লক্ষ লোকালয়-মাঝে নানা কর্ম সারি সমুদ্রের পানে লয়ে বন্ধহীন বারি।
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে। তেমনি করে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে। বাজে বলেই বাজাও তুমি-- সেই গরবে ওগো প্রভু,আমার প্রাণে সকল স'বে। বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভরে।
ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার। হালের কাছে মাঝি আছে, করবে তরী পার। তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়-- চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কী ভাবনায়। আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার-- হালের কাছে মাঝি আছে, করবে তরী পার। পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা-- আনন্দে তুই পুবের দিকে দেখ্-না তারার শোভা। সাথি যারা আছে, তারা তোমার আপন ব'লে ভাব' কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে? উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার-- হালের কাছে মাঝি আছে, করবে তরী পার।