১০ (hate kono kaj nei)

হাতে কোনো কাজ নেই,

     নওগাঁর তিনকড়ি

সময় কাটিয়ে দেয়

     ঘরে ঘরে ঋণ করি।

ভাঙা খাট কিনেছিল,

       ছ পয়সা খরচা--

শোয় না সে হয় পাছে

       কুঁড়েমির চর্চা।

বলে, 'ঘরে এত ঠাসা

     কিঙ্কর কিঙ্করী,

তাই কম খেয়ে খেয়ে

     দেহটারে ক্ষীণ করি।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.