২১ (kalur khabar shokh)

কালুর খাবার শখ সব চেয়ে পিষ্টকে।

গৃহিণী গড়েছে যেন চিনি মেখে ইষ্টকে।

        পুড়ে সে হয়েছে কালো,

        মুখে কালু বলে 'ভালো',

মনে মনে খোঁটা দেয় দগ্ধ অদৃষ্টকে।

কলিক্‌-ব্যথায় ডাকে ক্রুসে-বেঁধা খ্রীস্টকে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.