হাসির কুসুম আনিল সে ডালি ভরি, আমি আনিলাম দুখবাদলের ফল। শুধালেম তারে, "যদি এ বদল করি হার হবে কার বল্।' হাসি কৌতুকে কহিল সে সুন্দরী, "এসো-না, বদল করি। দিয়ে মোর হার লব ফলভার অশ্রুর রসে ভরা।' চাহিয়া দেখিনু মুখপানে তার নিদয়া সে মনোহরা। সে লইল তুলে আমার ফলের ডালা, করতালি দিল হাসিয়া সকৌতুকে। আমি লইলাম তাহার ফুলের মালা, তুলিয়া ধরিনু বুকে। "মোর হল জয়' হেসে হেসে কয়, দূরে চলে গেল ত্বরা। উঠিল তপন মধ্যগগনদেশে, আসিল দারুণ খরা-- সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা।
আরো চাই যে, আরো চাই গো- আরো যে চাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই। সকালবেলার আলোয় ভরা এই যে আকাশ-বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই-- সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই। প্রাণের বীণায় আরো আঘাত আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই। দিন-রজনীর বাঁশি পুরে যে গান বাজে অসীম সুরে, তারে আমার প্রাণের তারে বাজানো চাই। আপন গান যে দূরে তাহার নিয়ড়ে নাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।