আমি অধম অবিশ্বাসী, এ পাপমুখে সাজে না যে 'তোমায় আমি ভালোবাসি'। গুণের অভিমানে মেতে আর চাহি না আদর পেতে, কঠিন ধুলায় বসে এবার চরণসেবার অভিলাষী। হৃদয় যদি জ্বলে, তারে জ্বলিতে দাও, জ্বলিতে দাও। ঘুরব না আর আপন ছায়ায়, কাঁদব না আর আপন মায়ায়-- তোমার পানে রাখব ধরে প্রাণের অচল হাসি।
MY HEART is on fire with the flame of thy songs. It spreads and knows no bounds. It dances swinging its arms in the sky, burning up the dead and the decaying. The silent stars watch it from across the darkness. The drunken winds come rushing upon it from all sides. O, this fire, like a red lotus, spreads its petals in the heart of the night.