গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে চিরদিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে। কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো, চিনিয়ে দিল কত তারা হৃদ্গগনে। বিচিত্র সুখদুখের দেশে রহস্যলোক ঘুরিয়ে শেষে সন্ধ্যাবেলায় নিয়ে এল কোন্ ভবনে।
পাখি, তোর সুর ভুলিস নে-- আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে-- তুই ভোরের আলোর মিতা জানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা। আমার রাতের স্বপন-তলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা॥