ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে? তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে? আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি, কোথাও কিছু আঘাত লাগে পাছে। মারকে তোমার ভয় করেছি বলে তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে। যেদিন সে ভয় ঘুচে যাবে সেদিন তোমার বাণ ফুরাবে, মরণকে প্রাণ বরণ করে বাঁচে।
ভিমরুলে মৌমাছিতে হল রেষারেষি, দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি। ভিমরুল কহে, আছে সহস্র প্রমাণ তোমার দংশন নহে আমার সমান। মধুকর নিরুত্তর ছলছল-আঁখি-- বনদেবী কহে তারে কানে কানে ডাকি, কেন বাছা, নতশির! এ কথা নিশ্চিত বিষে তুমি হার মানো, মধুতে যে জিত।