৮৭
অকালে যখন বসন্ত আসে শীতের আঙিনা-'পর
ফিরে যায় দ্বিধাভরে।
আমের মুকুল ছুটে বাহিরায়, কিছু না বিচার করে,
ফেরে না সে, শুধু মরে॥