সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে। আমি কেবল বসে আছি, আপন মনে কাঁটা বাছি পথের মাঝে, সকাল-সাঁজে। এ পথ বেয়ে সে আসে তাই আছি চেয়ে। কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে, মরি লাজে, সকাল-সাঁজে।
MY SONG HAS put off her adornments. She has no pride of dress and decoration. Ornaments would mar our union; they would come between thee and me; their jingling would drown thy whispers. My poet's vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy feet. Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with music.