আশীর্বাদ (ashirbad)

জ্বলিল অরুণরশ্মি আজি ওই তরুণ প্রভাতে

     হে নবীনা, নবরাগরক্তিম শোভাতে।

          সীমন্তে সিন্দূরবিন্দু তব

          জ্যোতি আজি পেল অভিনব,

চেলাঞ্চলে উদ্ভাসিল অন্তরের দীপ্যমান প্রভা,

শরমের বৃন্তে তুমি আনন্দের বিকশিত জবা।

সাহানা রাগিণীরসে জড়িত আজি এ পুণ্যতিথি,

     তোমার ভুবনে আসে পরম অতিথি।

          আনো আনো মাঙ্গল্যের ভার,

          দাও বধূ, খুলে দাও দ্বার,

তোমার অঙ্গনে হেরো সগৌরবে ওই রথ আসে,

সেই বার্তা আজি বুঝি উদ্‌ঘোষিল আকাশে বাতাসে।

নবীন জীবনে তব নববিশ্ব রচনার ভাষা

     আজি বুঝি পূর্ণ হল লয়ে নব আশা।

          সৃষ্টির সে আনন্দ-উৎসবে

          তব শ্রেষ্ঠধন দিতে হবে,

সেই সৃষ্টিসাধনায় আপনি করিবে আবিষ্কার

তোমার আপনা-মাঝে লুকানো যে ঐশ্বর্যভাণ্ডার।

পথ কে দেখাল এই পথিকেরে তাহা আমি জানি,

     ওই চক্ষুতারা তারে দ্বারে দিল আনি।

          যে সুর নিভৃতে ছিল প্রাণে

          কেমনে তা শুনেছিল কানে,

তোমার হৃদয়কুঞ্জে যে ফুল ছায়ায় ছিল ফুটে

তাহার অমৃতগন্ধ গিয়েছিল বন্ধ তার টুটে।

যদি পারিতাম আজি অলকার দ্বারীরে ভুলায়ে

     হরিয়া অমূল্য মণি অলকেতে দিতাম দুলায়ে।

          তবু মোর মন মোরে কহে

          সে-দান তোমার যোগ্য নহে,

তোমায় কমলবনে দিব আনি রবির প্রসাদ,

তোমার মিলনক্ষণে সঁপিব কবির আশীর্বাদ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.