৭৭ (na goni moner khoti dhoner khotite)


না গণি মনের ক্ষতি ধনের ক্ষতিতে

হে বরেণ্য, এই বর দেহো মোর চিতে।

যে ঐশ্বর্যে পরিপূর্ণ তোমার ভুবন

এই তৃণভূমি হতে সুদূর গগন

যে আলোকে, যে সংগীতে, যে সৌন্দর্যধনে,

তার মূল্য নিত্য যেন থাকে মোর মনে

স্বাধীন সবল শান্ত সরল সন্তোষ।

অদৃষ্টেরে কভু যেন নাহি দিই দোষ

কোনো দুঃখ কোনো ক্ষতি অভাবের তরে।

বিস্বাদ না জন্মে যেন বিশ্বচরাচরে

ক্ষুদ্র খন্ড হারাইয়া।  ধনীর সমাজে

না হয় না হোক স্থান, জগতের মাঝে

আমার আসন যেন রহে সর্ব ঠাঁই,

হে দেব, একান্তচিত্তে এই বর চাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •