৯২ (shokti dombho swartholobh marir moton)


শক্তিদম্ভ স্বার্থলোভ মারীর মতন

দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন।

দেশ হেতে দেশান্তরে স্পর্শবিষ তার

শান্তিময় পল্লী যত করে ছারখার।

যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল,

স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল,

ছিল তাহা ভারতের তপোবনতলে।

বস্তুভারহীন মন সর্ব জলে স্থলে

পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ,

জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান

পশিত আত্মীয়রূপে। আজি তাহা নাশি

চিত্ত যেথা ছিল সেথা এল দ্রব্যরাশি,

তৃপ্তি যেথা ছিল সেথা এল আড়ম্বর,

শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •