১৯ (sojib khelna jodi)

সজীব খেলনা যদি

গড়া হয় বিধাতার কর্মশালে,

কী তাহার দশা হয়

তাই করি অনুভব

আজি আয়ুশেষে।

হেথা খ্যাতি মোর পরাহত,

উপেক্ষিত গাম্ভীর্য আমার,

নিষেধে অনুশাসনে

শোওয়া বসা চলে।

"চুপ করে থাকো',

"বেশি কথা কওয়া ভালো নয়',

"আরো কিছু খেতে হবে'--

এ-সকল আদেশ নির্দেশ

কভু ভর্ৎসনায়, কভু অনুনয়ে,

যাহাদের কণ্ঠ হতে আসে

তাহাদের পরিত্যক্ত খেলাঘরে

ভাঙা পুতুলের ট্রাজেডিতে

এই তো সেদিন মাত্র পড়েছে কৈশোর-যবনিকা।

কিছুক্ষণ

বিরোধের স্পর্ধা করি,

তার পরে ভালো ছেলে হয়ে

যেমন চালায় তাই চলি।

মনে ভাবি,

বৃদ্ধ ভাগ্য তার শাসনের ভার

কিছুদিন নূতন ভাগ্যের হাতে

সঁপি দিয়া কটাক্ষে হাসিছে দূরে থেকে,

হেসেছিল যেমন বাদশা

আবুহোসেনের পালা

রচিয়া আড়ালে।

অমোঘ বিধির রাজ্যে বার বার হয়েছি বিদ্রোহী;

এ রাজ্যে নিয়েছি মেনে

সেই দণ্ড

যাহা মৃণালের চেয়ে সুকোমল,

বিদ্যুতের চেয়ে স্পষ্ট

তর্জনী যাহার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.