IN THE ENDLESS paths of the world; among numberless activities, her nature is scattered with all that is unattained in her and incomplete. By the sick-bed around one eager aim she appears as a new vision complete in her being, where all the goodness of all things becomes centred in her, in her touch, in her sleepless anxious eyes.
রূপনারানের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়; সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।