III. 102. ham se raha na jay I HEAR THE melody of His flute, and I cannot contain myself: The flower blooms, though it is not spring; and already the bee has received its invitation. The sky roars and the lightning flashes, the waves arise in my heart, The rain falls; and my heart longs for my Lord. Where the rhythm of the world rises and falls, thither my heart has reached: There the hidden banners are flittering in the air. Kabir says: 'My heart is dying, though it lives.'
তুমি মোরে অর্পিয়াছ যত অধিকার ক্ষুণ্ন না করিয়া কভু কণামাত্র তার সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে। জীবন সার্থক হবে তবে। চিরদিন জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলাবিহীন। ভক্তি যেন ভয়ে নাহি হয় পদানত পৃথিবীর কারো কাছে। শুভচেষ্টা যত কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতে সকল উদ্যম লয়ে ধায় তোমা-পানে সর্ব বন্ধ টুটি। সদা লেখা থাকে প্রাণে "তুমি যা দিয়েছ মোরে অধিকারভার তাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার।'