I THREW AWAY my heart in the world; you took it up. I sought for joy and gathered sorrow, you gave me sorrow and I found joy. My heart was scattered in pieces, you picked them up in your hand and strung them in a thread of love. You let me wander from door to door to show me at last how near you are. Your love plunged me into the deep trouble. When I raised my head I found I was at your door.
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে। আজ ধুলার আসন ধন্য করে বসবে কি মোর সাথে। রচবে তোমার মুখের ছায়া চোখের জলে মধুর মায়া, নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে। এরা সবাই কী বলে যে লাগে না মন আর, আমার হৃদয় ভেঙে দিল কী মাধুরীর ভার। বাহুর ঘেরে তুমি মোরে রাখবে না কি আড়াল করে, তোমার আঁখি চাইবে না কি আমার বেদনাতে।