কূল-ছাড়া যে মানুষ সাগরিক
বৃথা কেন ডাকো তারে, নাগরিক?
তোমাদের বাসাখানা সর্বথা
ঘটাইছে আকাশের খর্বতা,
দৃপ্ত সে প্রস্তর প্রাচীরিক।
মোর মন অন্তরে অন্তরে
ঊনপঞ্চাশ বায়ু সঞ্চরে,
আশ্রয় খোলা তার চারি দিক,
বৃথা কেন ডাকো মোরে নাগরিক।