মুখ ফিরায়ে রব তোমার পানে এই ইচ্ছাটি সফল করো প্রাণে। কেবল থাকা, কেবল চেয়ে থাকা, কেবল আমার মনটি তুলে রাখা, সকল ব্যথা সকল আকাঙক্ষায় সকল দিনের কাজেরি মাঝখানে। নানা ইচ্ছা ধায় নানা দিক পানে, একটি ইচ্ছা সফল করো প্রাণে। সেই ইচ্ছাটি রাতের পরে রাতে জাগে যেন একের বেদনাতে, দিনের পরে দিনকে যেন গাঁথে একের সূত্রে এক আনন্দগানে।
FOR WHAT GREAT reward of my merit, O Beautiful, had I, a meadow-flower, once taken my place in the chain on thy neck? The newly-wakened eyes of the earth were glad on that day, and the lute, at the touch of the Ever-new, broke out in melodies of dawn. If that flower fades and drops to the earth at the dim hour of the day, when the bird's songs are languid, let the evening wind sweep it away across the dark, following thy departing steps, never leaving it to be trodden to the dust by the careless moments.