কে জানে এ কি ভালো? আকাশ-ভরা কিরণধারা আছিল মোর তপন-তারা, আজিকে শুধু একেলা তুমি আমার আঁখি-আলো-- কে জানে এ কি ভালো? কত-না শোভা, কত-না সুখ, কত-না ছিল অমিয়-মুখ, নিত্য-নব পুষ্পরাশি ফুটিত মোর দ্বারে-- ক্ষুদ্র আশা ক্ষুদ্র স্নেহ মনের ছিল শতেক গেহ, আকাশ ছিল, ধরণী ছিল আমার চারি ধারে-- কোথায় তারা, সকলে আজি তোমাতেই লুকালো। কে জানে এ কি ভালো? কম্পিত এ হৃদয়খানি তোমার কাছে তাই। দিবসনিশি জাগিয়া আছি, নয়নে ঘুম নাই। সকল গান সকল প্রাণ তোমারে আমি করেছি দান-- তোমারে ছেড়ে বিশ্বে মোর তিলেক নাহি ঠাঁই। সকল পেয়ে তবুও যদি তৃপ্তি নাহি মেলে, তবুও যদি চলিয়া যাও আমারে পাছে ফেলে, নিমেষে সব শূন্য হবে তোমারি এই আসন ভবে, চিহ্নসম কেবল রবে মৃত্যু-রেখা কালো। কে জানে এ কি ভালো?
A VEIL OF A thousand years dropped between you and me when you turned your face and merged in a past where spectre-like dwell they who missed love's path in a timorous dusk of doubt. The space is but narrow that divides us, a tiny stream weaving in its murmur the memory of our parting moment the pathos of your passing footsteps. And all that I can offer to you is the music of an unspoken love for it to follow you and vanish.