BEFORE THE end of my journey may I reach within myself the one which is the all, leaving the outer shell to float away with the drifting multitude upon the current of chance and change.
মাধবী যায় যবে চলিয়া বাতাসে শেষ কথা বলিয়া, কেহ না পারে তারে ধরিতে। দাহন দানবের আকারে যখন হানে বনশাখারে দাগিয়া পীতরেখা হরিতে, নিঠুর তপনের তাপনে যখন পবনের কাঁপনে বকুল ঝরি পড়ে ত্বরিতে, তখন বলো কোন্ সাহসে কে ভোলে আকাশের দাহ সে, কে ছোটে বাঁচিতে কি মরিতে? কে চলে বাধাহীন চরণে নবীন রসে রূপে বরনে তাপিত ভুবনেরে বরিতে? মুকুল সুকুমার সে যে গো, মাধুরীরসে দেহ মেজে গো বনের কোল আসে ভরিতে।