যে গান আমি গাই জানি নে সে কার উদ্দেশে। যবে জাগে মনে অকারণে চপল হাওয়া সুর যায় ভেসে কার উদ্দেশে। ঐ মুখে চেয়ে দেখি, জানি নে তুমিই সে কি অতীত কালের মূরতি এসেছ নতুন কালের বেশে। কভু জাগে মনে, যে আসে নি এ জীবনে ঘাট খুঁজি খুঁজি গানের খেয়া সে মাগিতেছে বুঝি আমার তীরেতে এসে।
চোখে দেখিস, প্রাণে কানা। হিয়ার মাঝে দেখ্-না ধরে ভুবনখানা। প্রাণের সাথে সে যে গাঁথা, সেথায় তারি আসন পাতা, বাইরে তারে রাখিস তবু-- অন্তরে তার যেতে মানা? তারি কণ্ঠে তোমার বাণী, তোরি রঙে রঙিন তারি বসনখানি। যে জন তোমার বেদনাতে লুকিয়ে খেলে দিনে রাতে সামনে যে ওই রূপে রসে সেই অজানা হল জানা।