IF I WERE ONLY a little puppy, not your baby, mother dear, would you say 'No' to me if I tried to eat from your dish? Would you drive me off, saying to me, 'Get away, you naughty little puppy?' Then go, mother, go! I will never come to you when you call me, and never let you feed me any more. If I were only a little green parrot, and not your baby, mother dear, would you keep me chained lest I should fly away? Would you shake your finger at me and say, 'What an ungrateful wretch of a bird! It is gnawing at its chain day and night?' Then, go, mother, go! I will run away into the woods; I will never let you take me in your arms again.
শক্তির সংঘাত-মাঝে বিশ্বে যিনি শান্ত যিনি স্থির, কর্মতাপে মর্মদাহে তিনি দিন শান্তিসুধানীর। সংসারের আবর্তনে নির্বিচল যে মঙ্গলময়, দুঃখে সুখে ক্ষতি-লাভে তিনি দিন ভয়হীন জয়। বিশ্বের বৈচিত্র৻-মাঝে যিনি এক যিনি অদ্বিতীয়, নিখিলেরে নিশিদিন করে দিন আমাদের প্রিয়। তিনিই আমার পিতা-- বলো, মন, বলো "পিতা নোহসি'।
তোমার ভুবন মর্মে আমার লাগে। তোমার আকাশ অসীম কমল অন্তরে মোর জাগে। এই সবুজ এই নীলের পরশ সকল দেহ করে সরস-- রক্ত আমার রঙিয়ে আছে তব অরুণরাগে। আমার মনে এই শরতের আকুল আলোখানি এক পলকে আনে যেন বহুযুগের বাণী। নিশীথরাতে নিমেষহারা তোমার যত নীরব তারা এমন ক'রে হৃদয়দ্বারে আমায় কেন মাগে।