ভৈরবী । একতালা ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? ওগো ভিখারি, আমার ভিখারি, চলেছ কি কাতর গান গাই'? প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে ভিখারি, আমার ভিখারি! হায় পলকে সকলি সঁপেছি চরণে, আর তো কিছুই নাই। ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস, আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ। মম প্রাণমন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব, ভিখারি, আমার ভিখারি! হায়, আরো যদি চাও, মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই?
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে-- সে তো আজকে নয় সে আজকে নয়। ভুলে গেছি কবে থকে আসছি তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয়। ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়, তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে-- সে তো আজকে নয় সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে-- সে তো আজকে নয় সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার হৃদায় আছে ছেয়ে-- সে তো আজকে নয় সে আজকে নয়।