শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিত সুহৃত্তমের প্রতি ক্ষণিকারে দেখেছিলে ক্ষণিক বেশে কাঁচা খাতায়, সাজিয়ে তারে এনে দিলেম ছাপা বইয়ের বাঁধা পাতায়। আশা করি নিদেন-পক্ষে ছ'টা মাস কি এক বছরই হবে তোমার বিজন-বাসে সিগারেটের সহচরী। কতকটা তার ধোঁয়ার সঙ্গে স্বপ্নলোকে উড়ে যাবে-- কতকটা কি অগ্নিকণায় ক্ষণে ক্ষণে দীপ্তি পাবে? কতকটা বা ছাইয়ের সঙ্গে আপনি খসে পড়বে ধুলোয়, তার পরে সে ঝেঁটিয়ে নিয়ে বিদায় কোরো ভাঙা কুলোয়। শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
OUR MASTER is a worker and we work with him. Boisterous is his mirth and we laugh with his laughter. He beats his drum and we march. He sings and we dance in its tune. His play is of life and death. We stake our joys and sorrows and play with him. His call comes like the rumbling of clouds; we set out to cross oceans and hills.
DELIVER ME from my own shadows, my lord, from the wrecks and confusion of my days. For the night is dark and thy pilgrim is blinded, Hold thou my hand. Deliver me from despair. Touch with thy flame the lightless lamp of my sorrow. Waken my tired strength from its sleep. Do not let me linger behind counting my losses. Let the road sing to me of the house at every Step. For the night is dark, and thy pilgrim is blinded. Hold thou my hand.