তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন-লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নূতন সে আলোকে পরব তব নবমিলন-ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানি নে কোন্ বেশে পথের মাঝে দাঁড়াবে, নাথ, হেসে, আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর।
ভৈরবী । রূপক কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়নের নীরে? কে বৃথা আশাভরে চাহিছে মুখ-'পরে? সে যে আমার জননী রে! কাহার সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি? কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়? সে যে আমার জননী রে! ক্ষণেক স্নেহকোল ছাড়ি চিনিতে আর নাহি পারি। আপন সন্তান করিছে অপমান-- সে যে আমার জননী রে! পুণ্য কুটিরে বিষণ্ণ কে ব'সে সাজাইয়া অন্ন? সে স্নেহ-উপহার রুচে না মুখে আর! সে যে আমার জননী রে!