ভুত হয়ে দেখা দিল বড়ো কোলাব্যাঙ, এক পা টেবিলে রাখে, কাঁধে এক ঠ্যাঙ। বনমালী খুড়ো বলে, -- 'করো মোরে রক্ষে, শীতল দেহটি তব বুলিয়ো না বক্ষে।' উত্তর দেয় না সে, দেয় শুধু 'ক্যাঙ'।
গান গেয়ে কে জানায় আপন বেদনা? কোন্ সে তাপস আমার মাঝে করে তোমার সাধনা? চিনি নাই তো আমি তারে, আঘাত করি বারে বারে, তার বাণীরে হাহাকারে ডুবায় আমার কাঁদনা। তারি পূজার মালঞ্চে ফুল ফুটে যে। দিনে রাতে চুরি ক'রে এনেছি তাই লুটে যে। তারি সাথে মিলব আসি, এক সুরেতে বাজবে বাঁশি, তখন তোমার দেখব হাসি, ভরবে আমার চেতনা।