ভোরের বেলায় কখন এসে পরশ ক'রে গেছ হেসে। আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে, জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে। মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে। মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে। হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীম দেশে।
অসীম আকাশে মহাতপস্বী মহাকাল আছে জাগি। আজিও যাহারে কেহ নাহি জানে, দেয় নি যে দেখা আজো কোনোখানে, সেই অভাবিত কল্পনাতীত আবির্ভাবের লাগি মহাকাল আছে জাগি। বাতাসে আকাশে যে নবরাগিণী জগতে কোথাও কখনো জাগে নি রহস্যলোকে তারি গান সাধা চলে অনাহত রবে। ভেঙে যাবে বাঁধ স্বর্গপুরের, প্লাবন বহিবে নূতন সুরের, বধির যুগের প্রাচীন প্রাচীর ভেসে চলে যাবে তবে। যার পরিচয় কারো মনে নাই, যার নাম কভু কেহ শোনে নাই, না জেনে নিখিল পড়ে আছে পথে যার দরশন মাগি-- তারি সত্যের অপরূপ রসে চমকিবে মন অভূত পরশে, মৃত পুরাতন জড় আবরণ মুহূর্তে যাবে ভাগি, যুগ যুগ ধরি তাহার আশায় মহাকাল আছে জাগি।