৩৭ (aloke asiya era lila kore jay)

আলোকে আসিয়া এরা লীলা করে যায়,

      আঁধারেতে চলে যায় বাহিরে।

ভাবে মনে, বৃথা এই আসা আর যাওয়া,

      অর্থ কিছুই এর নাহি রে।

      কেন আসি, কেন হাসি,

      কেন আঁখিজলে ভাসি,

কার কথা বলে যাই, কার গান গাহি রে--

      অর্থ কিছুই তার নাহি রে।

 

ওরে মন, আয় তুই সাজ ফেলে আয়,

      মিছে কী করিস নাট-বেদীতে।

বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়,

      খেলা ছেড়ে আয় খেলা দেখিতে।

             ওই দেখ্‌ নাটশালা

             পরিয়াছে দীপমালা,

সকল রহস্য তুই চাস যদি ভেদিতে

      নিজে না ফিরিলে নাট-বেদীতে।

 

নেমে এসে দূরে এসে দাঁড়াবি যখন--

      দেখিবি কেবল, নাহি খুঁজিবি,

এই হাসি-রোদনের মহানাটকের

             অর্থ তখন কিছু বুঝিবি।

                   একের সহিত একে

                   মিলাইয়া নিবি দেখে,

বুঝে নিবি, বিধাতার সাথে নাহি  যুঝিবি--

      দেখিবি কেবল, নাহি খুঁজিবি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.