২৯ (bharatsamudra tar bashpochchhas)

ভারতসমুদ্র তার বাষ্পোচ্ছ্বাস নিশ্বসে গগনে

আলোক করিয়া পান, উদাস দক্ষিণসমীরণে

অনির্বচনীয় যেন আনন্দের অব্যক্ত আবেগ।

উর্ধ্ববাহু হিমাচল, তুমি সেই উদ্বাহিত মেঘ

শিখরে শিখরে তব ছায়াচ্ছন্ন গুহায় গুহায়

রাখিছ নিরুদ্ধ করি-- পুনর্বার উন্মুক্ত ধারায়

নূতন আনন্দস্রোতে নব প্রাণে ফিরাইয়া দিতে

অসীমজিজ্ঞাসারত সেই মহাসমুদ্রের চিতে।

সেইমতো ভারতের হৃদয়সমুদ্র এতকাল

করিয়াছে উচ্চারণ ঊর্ধ্ব-পানে যে বাণী বিশাল,

অনন্তের জ্যোতিস্পর্শে অনন্তেরে যা দিয়েছে ফিরে,

রেখেছ সঞ্চয় করি হে হিমাদ্রি, তুমি স্তব্ধশিরে।

তব মৌন শৃঙ্গ-মাঝে তাই আমি ফিরি অন্বেষণে

ভারতের পরিচয় শান্ত-শিব-অদ্বৈতের সনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.