কণিকা বন্দ্যোপাধ্যায়




All artists...

ওই শুনি যেন (পূজা)

          ওই শুনি যেন চরণধ্বনি রে,
                        শুনি    আপন-মনে।
          বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥
              পাবার আগে কিসের আভাস পাই,
              চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,
          মালার গন্ধ এল যারে জানি স্বপনে ॥
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে   ওই-যে--
     তার    চলার পথের কাছে     ওই-যে।
          দিগঙ্গনার অঙ্গনে যে আজি
          ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে     ওই      নিখিল গগনে ॥

See more on this song...

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন