সুচিত্রা মিত্র




All artists...

বৃষ্টিশেষের হাওয়া কিসের (প্রকৃতি)

          বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে   বইছে ধীরে ধীরে।
          গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে   বুকের শিরে শিরে॥
অলখ তারে বাঁধা অচিন বীণা   ধরার বক্ষে রহে নিত্য লীনা-- এই হাওয়া
          কত যুগের কত মনের কথা   বাজায় ফিরে ফিরে॥
          ঋতুর পরে ঋতু ফিরে আসে   বসুন্ধরার কূলে
          চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে   ফুলের পরে ফুলে।
গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে-- এই হাওয়া
          ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥

See more on this song...

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন