৪৯ (keno go apon mone)
কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে,সলিল দু-নয়নে
কিসের দুখে?
কমলা দিতেছি আসি,রতন রাশি রাশি,ফুটুক তবে হাসি
মলিন মুখে।
কমলা যারে চায়,বলো সে কী না পায়,দুখের এ ধরায়
থাকে সে সুখে।
ত্যেজিয়া কমলাসনে,এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে
হেরো গো চোখে।
রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর