আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে ॥ একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে ॥ আমার এ তার বাঁধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে-- তোমার সুরে সুরে সুর মেলাতে?।
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে॥ তোমায় দিতে পূজার ডালি বেড়িয়ে পড়ে সকল কালি, পরান আমার পারি নে তাই পায়ে থুতে॥ এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে-- দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে॥
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী, কেন নয়নে আসে বারি। আজি প্রিয়তম আসিবে মোর ঘরে-- বলো কী করিব আমি সখী। দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে কী বলিব নাহি জানি। সে কি না জানিবে, সখী, রয়েছে যা হৃদয়ে-- না বুঝে কি ফিরে যাবে সখী॥