যদি কেহ নাহি চায়, আমি লইব, তোমার সকল দুখ আমি সহিব। আমার হৃদয় মন, সব দিব বিসর্জন, তোমার হৃদয়-ভার আমি বহিব। ভুল-ভাঙা দিবালোকে, চাহিব তোমার চোখে, প্রশান্ত সুখের কথা আমি কহিব।
প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই ॥ নীল অতলের কোথা থেকে উদাস তারে করল যে কে গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই ॥ "সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়' জাগে যে তার ভাষা, সে বলে "চল্ আছে যেথায় সাগরপারের বাসা'। দেশ-বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধনহারা কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই ॥