রাগ: কানাড়া-খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৮৬ (adhar rate ekla pagal)

              আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে।

     বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥

              আমি যে তোর আলোর ছেলে,

আমার       সামনে দিলি আঁধার মেলে,

                        মুখ লুকালি-- মরি আমি সেই খেদে ॥

          অন্ধকারে অস্তরবির লিপি লেখা,

                        আমারে তার অর্থ শেখা।

          তোর        প্রাণের বাঁশির তান সে নানা

                             সেই আমারই ছিল জানা,

                   আজ    মরণ-বীণার অজানা সুর নেব সেধে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.