২৬৭ (bhorer bela jakhan ese)
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥
আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে--
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো--
জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥
রাগ: আশাবরী-ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৩
রচনাস্থান: লন্ডন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর