রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান: লন্ডন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৬৭ (bhorer bela jakhan ese)

ভোরের বেলা কখন এসে   পরশ করে গেছে হেসে ॥

আমার ঘুমের দুয়ার ঠেলে   কে সেই খবর দিল মেলে--

জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥

মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।

মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।

হৃদয় যেন শিশিরনত   ফুটল পূজার ফুলের মতো--

জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.