৩৯৬ (kena bani taba nahi shuni)

              কেন বাণী তব নাহি শুনি নাথ হে?

অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,   বিরহে তব কাটে দিনরাত হে ॥

              স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা--

              চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা,

              আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে ॥

              পরশে তব জীবন নব সহসা যদি জাগিল

              কেন জীবন বিফল কর-- মরণশরঘাত হে।

              অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো,

              হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে ॥

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.