রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ অক্টোবর, ১৯২৬

রচনাস্থান: প্রাগ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৩৪ (ogo sundar ekada ki jani)

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে

আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে ॥

          তখন প্রভাতে প্রথম তরুণ আলো

          ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,

বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ॥

          আজি এ ক্লান্ত দিবসের অবসানে

          লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,

শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে--

          সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে

          পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,

ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.