রাগ: ভৈরব

তাল: নবতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩১৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1907

৩১৬ (preme prane gane gandhe)

প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে

প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে

তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া॥

দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ

মুরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ;

জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া॥

চেতনা আমার কল্যাণ-রস-সরসে

শতদল-সম ফুটিল পরম হরষে

সব মধু তার চরণে তোমার ধরিয়া॥

নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে

উদার উষার উদয়-অরুণ কান্তি,

অলস আঁখির আবরণ গেল সরিয়া॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.