এ কেমন হল মন আমার ! কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে। পাষাণহৃদয় গলিল কেন রে ! কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে ! কী মায়া এ জানে গো , পাষাণের বাঁধ এ যে টুটিল , সব ভেসে গেল গো , সব ভেসে গেল গো– মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে।।
এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল। তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ॥ এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা, কেন বয় পাই নি যে তার কূলকিনারা-- আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল ॥ তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল। বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী, এত দিন নীরব ছিল শরম মানি-- আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তোমার বীণার তার হল ॥