গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে 'যাব না' 'যাব না' করি ভাসায়ে দিলাম তরী-- উপায় না দেখি আর এ তরঙ্গ হতে॥ দাঁড়াতে পাই নে স্থান, ফিরিতে না পারে প্রাণ-- বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে॥ জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু-- অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু। এত দূর ভেসে এসে ভ্রম যে বুঝেছি শেষে-- এখন ফিরিতে কেন হয় গো বাসনা। আগেভাগে, অভাগিনী, কেন ভাবিলি না। এখন যে দিকে চাই কূলের উদ্দেশ নাই-- সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর। স্রোত প্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে, শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর॥
পথ ভুলেছিস সত্যি বটে? সিধে রাস্তা দেখতে চাস? এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস। হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ! কেমন হে ভাই! কেমন সে ঠাঁই? মন্দ নহে বড়ো, এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো। হাঃ হাঃ হাঃ! আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে, আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে। হাঃ হাঃ হাঃ!
কেন রে চাস ফিরে ফিরে, চলে আয় রে চলে আয়।। এরা প্রাণের কথা বোঝে না যে, হৃদয়কুসুম দলে যায়।। হেসে হেসে গেয়ে গান দিতে এসেছিলি প্রাণ, নয়নের জল সাথে নিয়ে চলে আয় রে চলে আয়।।