এই কথাটা ধরে রাখিস-- মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে ॥ অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গেয়ে তুই দিবি পাড়ি, খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে। পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাঁটা থাকে, দ'লে তোমায় যেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভ'রে নিতে মরণ-আঘাত খেতেই হবে ॥
প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে মিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে॥ পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে, বসে আছি দূর-পানে নয়ন মেলে॥ একে একে ধূলি হতে কুড়ায়ে মরি যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি। ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ-- কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে॥
এ কী এ ঘোর বন!-- এনু কোথায়! পথ যে জানি না, মোরে দেখায়ে দে না। কী করি এ আঁধার রাতে। কী হবে মোর হায়। ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে, চকিত চপলা চমকে সঘনে, একেলা বালিকা তরাসে কাঁপে কায়।