রাগ: দেশ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩১৪ (tare dekhate pari)

          তারে দেখাতে পারি নে কেন প্রাণ   খুলে গো।

                   বুঝাতে পারি নে হৃদয়বেদনা ॥

     কেমনে সে হেসে চলে যায়,   কোন্‌ প্রাণে ফিরেও না চায়--

                   এত সাধ এত প্রেম করে অপমান॥

এত   ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না,   প্রাণে গোপনে রহিল।

          এ প্রেম কুসুম যদি হ'ত   প্রাণ হতে ছিঁড়ে লইতাম,

                   তার   চরণে করিতাম দান।

বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে,   তবু তার সংশয় হ'ত অবসান॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.