৬ (badhuya hiye por ao re)


    বঁধুয়া, হিয়া 'পর আও রে,

মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,

     হমার মুখ 'পর চাও রে!

যুগযুগসম কত দিবস বহয়ি গল,

      শ্যাম তু আওলি না,

চন্দ্র-উজর মধু-মধুর কুঞ্জ'পর

      মুরলি বজাওলি না!

লয়ি গলি সাথ বয়ানক হাস রে,

    লয়ি গলি নয়নআনন্দ!

শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয়মন,

     কঁহি তব ও মুখচন্দ?

ইথি ছিল আকুল গোপনয়নজল,

    কথি ছিল ও তব হাসি?

ইথি ছিল নীরব বংশীবটতট,

    কথি ছিল ও তব বাঁশি;

তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ

    নিমিখে ভেল অবসান।

লেশ হাসি তুঝ দূর করল রে

    সকল মান-অভিমান।

ধন্য ধন্য রে ভানু গাহিছে

    প্রেমক নাহিক ওর।

হরখে পুলকিত জগত-চরাচর

   দুঁহুক প্রেমরস ভোর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •