BONDS? INDEED they are bonds, this love and this hope in our hearts. They are as mother's arms pressing the child to the warmth of her bosom. Thirst? Yes, it is the thirst which leads life to each source of its joy in the breasts of the eternal mother. Who would take from the child this thirst of his growing life and break through the bonds of the mother's encircling arms?
ওগো মোর নাহি যে বাণী আকাশে হৃদয় শুধু বিছাতে জানি। আমি অমাবিভাবরী আলোকহারা মেলিয়া তারা চাহি নিঃশেষ পথপানে নিষ্ফল আশা নিয়ে প্রাণে। বহুদূরে বাজে তব বাঁশি, সকরুণ সুর আসে ভাসি বিহ্বল বায়ে নিদ্রাসমুদ্র পারায়ে। তোমারি সুরের প্রতিধ্বনি দিই যে ফিরায়ে-- সে কি তব স্বপ্নের তীরে ভাঁটার স্রোতের মতো লাগে ধীরে, অতি ধীরে ধীরে।