পাড়াতে এসেছে এক নাড়িটেপা ডাক্তার, দূর থেকে দেখা যায় অতি উঁচু নাক তার। নাম লেখে ওষুধের, এ দেশের পশুদের সাধ্য কী পড়ে তাহা এই বড়ো জাঁক তার। যেথা যায় বাড়ি বাড়ি দেখে যে ছেড়েছে নাড়ী, পাওনাটা আদায়ের মেলে না যে ফাঁক তার। গেছে নির্বাকপুরে ভক্তের ঝাঁক তার।
IN THE morning, when the dew glistened upon the grass, you came and gave a push to my swing; but, sweeping from smiles to tears, I did not know you. Then came April's noon of gorgeous light, and I think you beckoned me to follow you. But when I sought your face, there passed between us the procession of flowers, and men and women flinging their songs to the south wind. Daily I passed you unheeded on the road. But on some days full of the faint smell of oleanders, when the wind was wilful among complaining palm leaves, I would stand before you wondering if you ever had been a stranger to me.
যে থাকে থাক্-না দ্বারে, যে যাবি যা-না পারে। যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি, একা তুই চলে যা রে। কুঁড়ি চায়, আঁধার রাতে শিশিরের রসে মাতে। ফোটা ফুল চায় না নিশা, প্রাণে তার আলোর তৃষা, কাঁদে সে অন্ধকারে।