IN THE UPPER sky, lamped by science, the night forgets itself, while in the underground gloom lean hunger and bloated voracity crash against each other till the earth begins to tremble and the pillars of triumph are perilously cracked, swaying on the brink of gaping gulfs. Do not howl in fear or angrily judge God, let the swelling evil burst itself in pain and vomit out its accumulated filth. When the victims of a carnivorous rage are dragged by the competition of ravenous fangs, let the hideousness of the blood-soaked blasphemy arouse divine anger heralding a heroic peace out of an awful retribution. They throng in the church in a primitive frenzy of faith made keen by fear which hopes to flatter their God into a complacent mood into a feebleness of leniency. They feel half sure that peace will be brought down into this demented earth by the mere volume of their wailing uttered in sacred text. They have confidence in their indulgent God who may send them timely wisdom to divert all sacrifices needed for the worship towards the less strong, leaving their own soiled hoardings undivided. But let us hope, for the sake of the dignity of moral justice in this world, that God will never suffer to be cheated of His due by the miserly manipulation of a diplomatic piety carefully avoiding all cost to itself, that a terrible penance may have to be passed through to its ultimate end, leaving no remnant of poison in a treacherously healing scar.
তোমরা নিশি যাপন করো, এখনো রাত রয়েছে ভাই, আমায় কিন্তু বিদায় দেহো-- ঘুমোতে যাই, ঘুমোতে যাই। মাথার দিব্য, উঠো না কেউ আগ বাড়িয়ে দিতে আমায়-- চলছে যেমন চলুক তেমন, হঠাৎ যেন গান না থামায়। আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে, মনের মধ্যে শুনছি যেটা হাতে সেটা আসছে না যে। একেবারে থামার আগে সময় রেখে থামতে যে চাই-- আজকে কিছু শ্রান্ত আছি, ঘুমোতে যাই, ঘুমোতে যাই। আঁধার-আলোয় সাদায়-কালোয় দিনটা ভালোই গেছে কাটি, তাহার জন্যে কারো সঙ্গে নাইকো কোনো ঝগড়াঝাঁটি। মাঝে মাঝে ভেবেছিলুম একটু-আধটু এটা-ওটা বদল যদি পারত হতে থাকত নাকো কোনো খোঁটা। বদল হলে কখন মনটা হয়ে পড়ত ব্যতিব্যস্ত, এখন যেমন আছে আমার সেইটে আবার চেয়ে বসত। তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে কিছু না চাই-- আজকে শুধু শ্রান্ত আছি, ঘুমোতে যাই, ঘুমোতে যাই।