অচেনাকে ভয় কী আমার ওরে। অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন-ডোরে। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে, অচেনা এই জীবন আমার-- বেড়াই তারি ঘোরে।
এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি। কেউ বা আসে এপারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি। পথিকেরা বাঁশি ভ'রে যে সুর আনে সঙ্গে ক'রে তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি। কার কথা যে জানায় তারা জানি নে তা। হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা। সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি।
দিন চলে না যে, নিলেমে চড়েছে খাট-টিপাই; ব্যাবসা ধরেছি গল্পেরে করা নাট্যি-fy। ক্রিটিক মহল করেছি ঠাণ্ডা, মুর্গি এবং মুর্গি-আণ্ডা খেয়ে করে শেষ, আমি হাড় দুটি- চারটি পাই-- ভোজন-ওজনে লেখা ক'রে দেয় certify।