এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে। অভয়-মনে কণ্ঠ ছাড়ি গান গেয়ে তুই দিবি পাড়ি, খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে। পাকের ঘোরে ঘোরায় যদি ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাঁটা থাকে দ'লে তোমায় যেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভরে নিতে মরণ-আঘাত খেতেই হবে।
দুই প্রাণ মিলাইয়া যে সংসার করিছ রচন তাহাতে সঞ্চিত হোক নিখিলের আশীর্বচন। ধ্রুবতারকার মতো তোমাদের প্রেমের মহিমা বিশ্বের সম্পদ হোক ছাড়ায়ে গৃহের ক্ষুদ্র সীমা।