এক যদি আর হয় কী ঘটিবে তবে?
এখন যা হয়ে গেছে, তখনো তা হবে।
তখন সকল দুঃখ ঘোচে যদি ভাই,
এখন যা সুখ আছে দুঃখ হবে তাই।