৪৭ (ujjwole bhoy tar)


উজ্জ্বলে ভয় তার,

       ভয় মিট্‌মিটেতে,

ঝালে তার যত ভয়

       তত ভয় মিঠেতে।

 

ভয় তার পশ্চিমে,

       ভয় তার পূর্বে,

যে দিকে তাকায় ভয়

       সাথে সাথে ঘুরবে।

ভয় তার আপনার

       বাড়িটার ইঁটেতে,

ভয় তার অকারণে

       অপরের ভিটেতে।

 

ভয় তার বাহিরেতে,

       ভয় তার অন্তরে,

ভয় তার ভূত-প্রেতে,

       ভয় তার মন্তরে।

দিনের আলোতে ভয়

       সামনের দিঠেতে,

রাতের আঁধারে ভয়

       আপনারি পিঠেতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •